Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২১

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের কার্যাবলী:

 

  1. আমদানি নীতি আদেশ প্রণয়ন ও প্রকাশনায় বাণিজ্য মন্ত্রণালয়কে প্রত্যক্ষ সহায়তা প্রদান ও  তার বাস্তবায়ন ;
  2. The Importers, Exporters and Indentors (Registration)Orders,1981 এর আওতায় বাণিজ্যিক শিল্প আমদানিকারকদের অনুকুলে ইন্ডেন্টিং সনদপত্র (Indenting registration Cretificate)জারিকারন, নবায়ন ও বিধি বহির্ভূত কাজের জন্য নিবন্ধন সনদপত্র স্থগিত/বাতিলকরন ;
  3. নিবন্ধন ও নবায়ন ফিস আদায় তদারকিরন এবং এতদসংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষন ;
  4. আমদানি ও রপ্তানি সংক্রান্ত সংসদের প্রশ্নত্তোর তৈরি সংক্রান্ত কাজ ;
  5. আমদানি পারমিট/রপ্তানি পারমিট/ক্লিয়ারেন্স পারমিট/ফেরতের ভিত্তিতে আমদানি পারমিট/রপ্তান কাম আমদানি পারমিট সংক্রান্ত কাজ ;
  6. আর্ন্তজাতিক ও আঞ্চলিক মেলা অনুষ্ঠানের ক্ষেত্রে পারমিট জারিকরণ সংক্রান্ত কাজ;
  7. ইম্পোর্ট ট্রেড কন্ট্রোল সিডিউল (আইটিসি)সংক্রান্ত কমিটির কাজ;
  8. এইচএস কোড নম্বর, পণ্যের শ্রেনী বিন্যাস অথবা বিবরণ সম্পর্কে বিরোধসহ অন্যান্য বিষয়ে শুল্ক কর্তপক্ষের সঙ্গে আমদানিকারকদের উদ্ভুত সমস্যা নিস্পতিকরণ ;
  9. আমদানি নীতি আদেশের বিধানসমুহ সম্পর্কে সৃষ্টি যে কোন জটিল ব্যাখ্যা প্রদান;
  10. বিরাজমান অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রচলিত আমদানি নীতি আদেশের ধারা /উপধারার সংস্কার ও পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বানিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ;
  11. আমদানী নীতি আদেশের যে কোন পরিবর্তন , সংযোজন , সংশোধন সংক্রান্ত গণবিঙ্গপ্তি জারিকাণ এবং আমদানি নীতি আদেশের আলোকে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন;
  12. আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষন এবং তদুনুযায়ী অবহিতকরণ;
  13. বৈদেশিক সাহায্যপ্যুষ্ট প্রকল্প, বিদেশী ও বহুজাতিক কোম্পানিসমুহের আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারি এবং উক্ত প্রতিষ্ঠাণসমূহের অনুকুলে বিদেশী উদ্যেক্তা কর্তৃক ইক্যুয়িটি শেয়ারের বিপরীতে পণ্য আমদানি জন্য পারমিট / অনুমতিপত্র প্রদান সংক্রান্ত সকল কাজ ;
  14. বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋনপত্রের কপি পরীক্ষকরণ ও তদুনুযায়ী গ্রহণ,পর্যালোচনা ও সংরক্ষন ;
  15. পররাষ্ট্র মন্ত্রনালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে অবস্থিত বিদেশী দুতাবাসসমুহে/হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের অনুকুলে ব্যক্তিগত মালামালের জন্য রপ্তানি পারমিট জারিকরন; এবং
  16. আমদানি ব্যয় এবং রাজস্ব আয়ের পরিসংখ্যান সংক্রান্ত কর্যক্রম ইত্যাদি ।